নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে সদ্য চালু হওয়া ল্যাবে প্রথম দিনই ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের করোনা পজিটিভ ও ৫০ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।
তিনি জানান, আমরা এমন সিস্টেম ডেভলপ করছি যাতে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিনই প্রকাশ করতে পারি। ল্যাব উদ্বোধনের পরপর গতকাল (৬ মে) দুপুরেই আমরা ৬০ জনের নমুনা নিয়েছিলাম। আজ সকালে সেগুলোর ফলাফল হাতে এসেছে। তাতে ১০ জনের করোনা পজিটিভ আর বাকিদের নেগেটিভ এসেছে।