করোনাঃ না’গঞ্জ সদর হাসপাতালের ১৩ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

করোনা

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে আরও একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালের মোট ১৩ জন স্বাস্থ্যকর্মী এ রোগে আক্রান্ত হলেন।

রোববার (৩ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘শনিবার (২ মে) একজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত বলে রিপোর্ট এসেছে। এর আগে আমাদের আরও ১২ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসা নিলেও বর্তমানে সবাই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এবং ভালো আছেন।’