
নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা রাজধানীর মিরপুর, বাসাবো এবং নারায়ণগঞ্জ জেলায় দ্রুতই বাড়ছে। অন্যদিকে নতুন করে গাজীপুর ও ময়মনসিংহ জেলায় এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ভাইরাস সংক্রমণ বেশি হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ভাইরাস সংক্রমণ রোধে এ সব এলাকায় আরও বেশি লকডাউন কার্যকর করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রত্যেক জেলা শহরে ৫০ থেকে ১০০ শয্যার কোভিড-১৯ রোগীদের জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সকল বিভাগীয় শহরে দু’শ শয্যার আইসিইউসহ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। করোনা মোকাবিলায় বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিকরাও এগিয়ে আসছেন। তাদেরও দুটি হাসপাতাল নেওয়ার কথা হয়েছে। এরমধ্যে একটি হলো আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যটি হলো শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই দুটি হাসপাতালে ১২০০ শয্যা রয়েছে।
তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। সেই চিন্তা মাথায় নিয়ে বসুন্ধরা কনভেনশন সিটিতে দু’হাজার শয্যার হাসপাতাল আমরা প্রস্তুত করছি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩০০ শয্যার প্রস্তুতের কাজ চলছে। দিয়াবাড়িতে নতুন চারটি ভবনে ১২০০ শয্যার প্রস্তুতি নিচ্ছি। মোট সাড়ে চার হাজার শয্যার প্রস্তুতি নিচ্ছি।
অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩১ জন। নতুন করে সুস্থ হয়েছে সাত জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭৪০টি। অদ্যাবধি মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬৮ টি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা যুক্ত ছিলেন।