জেলা প্রতিবেদকঃ ময়মনসিংহ বিভাগে আরও ছয় চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি জানান।
তিনি জানান, এদিন ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২১ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ময়মনসিংহ জেলায় ১০ জন, জামালপুর আটজন, ও নেত্রকোনার তিনজন রয়েছে।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহে ১০ জন আক্রান্তদের মধ্যে ছয়জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, তিনজন স্বাস্থ্যকর্মী ও একজন ত্রিশাল উপজেলার।
তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৮ জন ও সুস্থ হয়েছেন তিনজন।