করোনাঃ লক্ষ্মীপুরে আরও ৪ আক্রান্ত

করোনা

জেলা প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, করোনা সন্দেহে লক্ষ্মীপুরের ৪৭ জনের নমুনা চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় করা হয়। ফলাফলে চারজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) শনাক্ত হয় তিনজন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাতে জেলাতে একদিনেই ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নির্দেশনায় তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দিচ্ছে জেলা-উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে জেলার রামগঞ্জ ও রামগতিতে প্রথম এবং দ্বিতীয় শনাক্তকৃত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট ২৬ জন আক্রান্ত। এর মধ্যে রামগঞ্জে ১৫ জন, সদর উপজেলায় সাতজন, কমলনগরে তিনজন ও রামগতিতে একজন রয়েছেন।