করোনাকালে টিউশন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন করেছেন ওয়াইডব্লিউসিএ স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর গ্রীন রোডে স্কুল ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে টিউশন ফি কমানোর দাবিতে স্কুলে একটি লিখিত আবেদন জমা দেন অভিভাবকরা। করোনা পরিস্থিতিতে আর্থিক টানাপোড়নে টিউশন ফি পুরোটা দেয়া কষ্টসাধ্য দাবি করে তা অর্ধেক করার আবেদন জানান অভিভাবকরা।
মানববন্ধনে অংশ নিয়ে অভিভাবকরা বলেন, অনলাইনে ক্লাস নিয়েই স্কুল থেকে বিকাশের মাধ্যমে পুরো টিউশন ফি পরিশোধের চাপ দেয়া হচ্ছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি কেউই।