করোনার টিকা তৈরিতে ৮শ’ কোটি ডলারের তহবিল

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ৮০০ কোটি ডলারের তহবিল গঠন করতে রাজি হয়েছেন বিশ্ব নেতারা।

সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে করোনার টিকা ও চিকিৎসা পদ্ধতি আবিষ্কার এবং অন্যান্য খরচ বাবদ এ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ব নেতাদের এই উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অনুমাননির্ভর বলে আখ্যা দিয়েছে ডব্লিউএইচও। চীনের গবেষণাগারে ভাইরাসটির উৎপত্তি হওয়ার কোনো প্রমাণ থাকলে তা সরবরাহের আহ্বান জানান সংস্থাটির শীর্ষ জরুরি পরিস্থিতিবিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান। সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ইইউ আয়োজিত ভার্চুয়াল সভায় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়া অন্তত ৪০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতা, বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। করোনার বিরুদ্ধে লড়তে বিভিন্ন অঙ্কের অনুদান দেয়ার প্রতিশ্র“তি দেন তারা। সম্মেলনে ইইউ ও নরওয়ে ১ বিলিয়ন ডলার করে দেয়ার ঘোষণা দেয়। জাপান ৮০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্র“তি দেয়।

ফ্রান্স, সৌদি আরব ও জার্মানি প্রত্যেকে ৫০০ মিলিয়ন ডলার দেয়ার কথা বলেছে। যুক্তরাজ্য দেবে ৪৮৩ মিলিয়ন। এছাড়া সুইজারল্যান্ড ৩৮১ মিলিয়ন, নেদারল্যান্ডস ২৯০.৫ মিলিয়ন, অস্ট্রেলিয়া ২২৬ মিলিয়ন, ইতালি ১৫২.৭ মিলিয়ন, দক্ষিণ কোরিয়া ৫০ মিলিয়ন ও কুয়েত ৪০ মিলিয়ন দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে।

দক্ষিণ আফ্রিকা ১.৩ মিলিয়ন এবং আফ্রিকা ইউনিয়নের সদস্য দেশগুলো ৬১ মিলিয়ন, ইসরাইল ৬০ মিলিয়ন, আয়ারল্যান্ড ২০ মিলিয়ন, লুক্সেমবার্গ ৫.৪৫ মিলিয়ন, সুইডেন ১৭ মিলিয়ন, পর্তুগাল ১০.৯ মিলিয়ন, ফিনল্যান্ড ৩৯.৩ মিলিয়ন, স্লোভেনিয়া ৩৩.৬ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে।

এদিকে বিল গেটসের স্ত্রী বিল অ্যান্ড মেলিন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০ মিলিয়ন দেয়ার প্রতিশ্র“তি দেয়া হয়েছে। ১ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্র“তি দেন গায়িকা ম্যাডোনা। ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে, এই ৮ বিলিয়ন ডলারের মধ্য থেকে ৪.৪ বিলিয়ন খরচ হবে করোনার টিকা আবিষ্কারের লক্ষ্যে। অর্থাৎ টিকা আবিষ্কার, উন্নয়ন ও গবষণায়। ২ বিলিয়ন খরচ হবে টিকার বাইরে আর কোন কোন উপায়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যায় সে লক্ষ্যে। বাকি ১.৬ বিলিয়ন ডলার খরচ হবে নানান পরীক্ষা-নিরীক্ষার পেছনে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লেয়েন।

যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা : ট্রাম্প প্রশাসনের জোরালো দাবি সত্ত্বেও নতুন করোনাভাইরাসটি চীনের গবেষণাগারে তৈরি হয়নি বলে নিজেদের যুক্তিতে অটল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের ‘অনুমাননির্ভর’ দাবির সমর্থনে ওয়াশিংটন এমন কোনো প্রমাণ দেয়নি, যা থেকে নিশ্চিত হওয়া যাবে নতুন করোনাভাইরাসটি চীনের এক পরীক্ষাগার (ল্যাব) থেকে উদ্ভূত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতিবিষয়ক পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ভাইরাসের উৎসের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো তথ্য বা সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। কাজেই আমাদের দৃষ্টিকোণ থেকে এটি অনুমাননির্ভরই রয়ে গেছে।

তিনি বলেন, ‘প্রমাণনির্ভর সংস্থা’ হিসেবে ডব্লিউএইচও ভাইরাসটির উৎপত্তি নিয়ে যে কোনো তথ্য পেতে আগ্রহী। ভবিষ্যতে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। রায়ান বলেন, ফলে সেই তথ্য ও প্রমাণ যদি থেকে থাকে তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এবং কোথায় তা দেখানো হবে।

চীনের উহান শহরের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন মার্কিন নেতারা। চীনসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশির ভাগই তা অস্বীকার করেছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রাণঘাতী এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। গত বছর চীনের উহানের একটি মাংসের বাজার থেকে তা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তা বৈশ্বিক মহামারীতে রূপ নেয়।