করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি। করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। করোনার সময়েও আমাদের প্রবৃদ্ধির হার ছয় শতাংশের বেশি রয়েছে। এই সময়ে আমাদের খাদ্যের অভাব হয়নি।

আজ মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের হার গতকাল ছিল শতকরা সাড়ে পাঁচ শতাংশ, মৃত্যুর সংখ্যাও অনেক কম ছিল। অন্য দেশের তুলনায় করোনা মোকাবিলায় আমরা ভালো করেছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য ভালো চলছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের টিকা প্রদানে আমরা ভালো করেছি। আমরা টিকা তৈরি করি না। যেসব দেশ টিকা উৎপাদন করে, তারা হয়তো আমাদের চেয়ে বেশি টিকা দিয়েছে। আমরা টিকা উৎপাদন না করলেও জোগাড় করেছি। আগামীতে আমরা আশা করছি আরও বেশি টিকা দিতে পারব।