করোনার নতুন উপসর্গ

বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ংকর হয়ে উঠছে। মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। অনেক দেশই স্বাভাবিক জীবনধারায় ফিরতে শুরু করেছে গণ টিকাদান কর্মসূচি। তারপরও সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে জানাচ্ছে, মানুষের অসচেতনতা ও করোনাকে তোয়াক্কা না করায় বাড়ছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্ত রোগীদের মধ্যে নতুন ধরন দেখা দিয়েছে।

চিকিৎসকরা জানিজেছেন, আগের মতোই সর্দি-কাশি-জ্বর, ঘ্রাণের পরিবর্তন রয়েছে। কিন্তু নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে যার মধ্যে রয়েছে-

গোলাপি বর্ণের চোখ- সর্বপ্রথম চীনের উহানে ধরা পড়ে করোনাভাইরাস। সেই চীনেই ১২ জনের ওপর সমীক্ষা করা হয়। দেখা গেছে করোনায় আক্রান্ত হওয়ার নতুন উপসর্গ হচ্ছে চোখের বর্ণ গোলাপি হওয়া। কারও মধ্যে যদি এই উপসর্গ থাকে তাহলে তার চোখে গোলাপি ভাব দেখা যাবে। এছাড়াও বারবার চোখ ফুলে যাবে এবং চোখ দিয়ে ঘন ঘন পানি পড়বে।

শুকনো মুখগহ্বর মুখের ভেতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে। ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে। মুখের ভেতর যে লালাক্ষরণ হয়, যা মুখের ভেতরের বাজে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে। লালাক্ষরণ হচ্ছে না।

শ্রবণ ক্ষমতা হ্রাস- করোনায় নতুন করে আক্রান্তদের মধ্যে বিশেষজ্ঞরা রোগীর শ্রবণ ক্ষমতা হ্রাসের বিষয়টি জানিয়েছেন। ৫৬ জনের পর এ বিষয়ে একটি সমীক্ষা করা হয়। প্রতিবেদনে দেখা গেছে তাদের ২৪ জনেরই কানে শ্রবণ ক্ষমতা হ্রাস পেয়েছে।

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল- গবেষকরা জানাচ্ছে হজম শক্তির ক্ষতি করছে। ডায়রিয়া, বমি বমিভাব, পেটের ব্যাথা দেখা দিচ্ছে। আপনি যদি হজমের সমস্যায় ভোগেন তাহলে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।