
করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর।
রোববার (৩১ অক্টোবর) তিনি করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে জানিয়েছেন। রিপোর্ট হাতে আসার সঙ্গে সঙ্গেই নিজ বাড়িতেই আছেন আইসোলেশনে ঊর্মিলা। বিগত দিনগুলোতে যাদের সঙ্গে তার দেখা হয়েছে, সকলকে সতর্ক করে দিয়েছেন তিনি।
অভিনেত্রী টুইট করে লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ । ভালো আছি, বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। গত কয়েক দিনে আমার সংস্পর্শে যারা এসেছেন, সুরক্ষার জন্য তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি উদ্যাপন করুন।’ কোয়ারাইন্টিনে ঊর্মিলা তার পালিত কুকুরকে সঙ্গে নিয়েছেন। উর্মিলার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
ঊর্মিলা বলিউডের একসময়কার একাধিক ব্যবসায় সফল সিনেমার নায়িকা ছিলেন । ঊর্মিলার আলোচিত সিনেমার তালিকায় আছে ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ ইত্যাদি। ২০১৪ সালে মারাঠি সিনেমা ‘আজোবা’তে শেষ অভিনয় করেন।
বেশ কিছু সিনেমায় উর্মিলাকে অতিথি চরিত্রে দেখা গেছে। বর্তমানে তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত। এ ছাড়া টেলিভিশনের পর্দায় ‘ঝলক দিখলাজা সিজন ২’, ‘ওয়ার পরিবার’ ও ‘চাক ধুম ধুম’-এ দেখা গেছে তাকে।