বিশেষ প্রতিবেদকঃ সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান করোনা ‘পজিটিভ’ হয়েছেন।
আজ মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্টের ফল ‘পজিটিভ’ আসে। তার একান্ত সহকারী সচিব দিদার খান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে সেখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে স্যার শারিরীক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে। স্যার সকলের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার দুপুরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।


