করোনায় আক্রান্ত গার্গী

করোনায় দিশেহারা ভারতবাসী। এর থেকে রেহায় মিলেনি তারকারাও। টালিউডেও চলছে করোনার ভয়াবহ তান্ডব। প্রায় প্রতিদিন একাধিক শিল্পী করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। খুব প্রয়োজন ছাড়া মাস্ক খুলতেন না। বাইরে বের হলে নিজের হাত স্যানিটাইজ করতেন সর্বক্ষণ। তারপরও শেষ রক্ষা হয়নি এই অভিনেত্রীর।

অরিন্দম শীলের পরবর্তী ছবি ‘মহানন্দা’য় অভিনয় করছেন গার্গী। উত্তর কলকাতার একটি বাড়িতে ছবির শুটিং হয় গত এপ্রিল মাস থেকে। তবে করোনা পরিস্থিতির কারণে শুটিং স্থগিত করা হয়েছিল বলেও জানা যায়। এরইমধ্যে গার্গীর করোনায় আক্রান্তের খবর পাওয়া গেল।