নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন।
এছাড়া তার পরিবারের কয়েকজন সদস্যের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে তার স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।
বুধবার (১০ জুন) রাতে সংসদ সদস্য মোছলেম উদ্দিন এর এক নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবারের ১০ সদস্যসহ চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বুধবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে তাদের করোনায় আক্রান্তের তথ্য জানা যায়।


