করোনায় আক্রান্ত মাহিরা খান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পাকিস্তানি তারকা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

এ মুহূর্তে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।

মাহিরা খান তার ইনস্টাগ্রামে লিখেছেন, আমার কোভিড- ১৯ পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। আমি এ মুহূর্তে আইসোলেশনে আছি। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের করোনা টেস্ট করানোর অনুরোধ করেছেন এই অভিনেত্রী। পরে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

পাকিস্তানে ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন মাহিরা। পরবর্তীকালে একাধিক পাকিস্তানি ছবিতে অভিনয় করেছেন। ‘দ্যা লিজেন্ড অব মাওলা জাঠ’ বলে একটি পাকিস্তানি ছবিতেও শিগগিরই দেখা যাবে মাহিরাকে।