
করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বিষয়টি নিশ্চিত করেছে অক্ষয় নিজেই। এ সময় রাম সেতু’র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিল অক্ষয়।
তাই সতর্কতা স্বরূপ শ্যুটিং সেটের বাকিরাও করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষার পর সেটের আরও ৪৫ জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডি সিনে এম্প্লোয়ির জেনারেল সেক্রেটারি অশোক দুবে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘রাম সেতু পুরো সতর্কতা অবলম্বন করে চলছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক আমাদের জুনিয়র আর্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে ৪৫ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। তারা এখন নিভৃতবাসে রয়েছেন’।
এর আগে জানা যায় রাম সেতু’র শ্যুটিং-এ গিয়েই করোনায় আক্রান্ত হয় অক্ষয় কুমার।
প্রশঙ্গত, গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে ‘রাম সেতু’র শ্যুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা।