করোনায় আক্রান্ত রুবিনা

করোনায় দিশেহারা ভারতবাসী। এর থেকে রেহায় মিলেনি তারকারাও। এবার করোনায় আক্রান্ত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের বিজয়ী রুবিনা দিলেক।


সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে রুবিনা জানায়, তিনি এখন গৃহে নিভৃতবাসে রয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন, যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তারাও যেন কোভিড পরীক্ষা করান।