
বিশ্বব্যাপী দিন দিন করোনার প্রভাব বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এবার আক্রান্তের তালিকায় যোগ হলো খ্যাতিমান লালন শিল্পী ফরিদা পারভীনের নাম।
শনিবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।
ইমাম জাফর জানায়, আমার আম্মা কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে পরদিন রিপোর্টে পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে বাসাতেই আম্মার চিকিৎসা চলছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। মাঝে মাঝে কম বেশি হচ্ছে। এছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই। সবাই আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।