
করোনার দ্বিতীয় ঢেউ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও তার স্ত্রী রোজী সিদ্দিকী।
বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে অভিনেতা সেলিম নিজেই।
শহীদুজ্জামান সেলিম জানান, তার স্ত্রীর শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট ও কাশি হওয়ায় কিছুটা ঘাবড়ে যান তারা। দেরি না করেই উভয়েই করোনা টেস্ট করান। পরে জানতে পারেন যে তারা করোনা পজিটিভ।
গত বৃহস্পতিবার (১ এপ্রিল) অসুস্থতা অনুভব করেলে পরদিন সস্ত্রীক করোনার নমুনা পরীক্ষা করান এই অভিনেতা। ওই টেস্টের রিপোর্টে দুজনেরেই পজিটিভ আসে।
তারা এখন কোয়ারেন্টিনে রয়েছেন। বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি।