করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কাজী হায়াৎ

করোনায় আক্রান্ত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ২ মার্চ করোনা প্রতিশেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ এবং তার স্ত্রী। টিকা নেওয়ার পর ৬ মার্চ তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার (১৫ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকার পপুলার হাসপাতালে ভর্তি করানো হয় কাজী হায়াৎ।

কাজী হায়াতের শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।