করোনায় একদিনে আরও এক জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের ‍মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। শনাক্তের হার ৭ শতাংশ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জনের দেহে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে। আর এই সময়ে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়, আর পরীক্ষা করা হয় ৫ হাজার ২৪১টি। এতে শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ।