
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৮ জন। এটাই এ জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩১৯।
রোববার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নগরীর ছয়জন এবং বিভিন্ন উপজেলার তিনজন রয়েছেন।