করোনায় খুলনায় মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে রেকর্ড ৫১ জনের মৃত্যু হয়েছে। একদিনে এই বিভাগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত রোববার (৪ জুলাই) একদিনে বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় নতুন করে আরও এক হাজার ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় ১৩, যশোরে ৬, মেহেরপুরে ৫, ঝিনাইদহে ৫, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগটির ১০ জেলায় মোট ৬২ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।