মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে।
রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৫১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একজন করে মারা যান।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬২০ জন। এনিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় দেশের ৮৮২টি ল্যাবে ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। বিপরীতে ৫ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। তবে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।