করোনায় চট্টগ্রামে প্রাণ হারালো আরও সাতজন

।

করোনা গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও সাতজনের মৃত্যু। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০৬ জন। মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ২৮০ জন।

সোমবার (৩ মে) এ তথ্য জানানো হয় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৩৫। যার মধ্যে নগরীর ৩৯৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩৯ জন মারা যান।