করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন। শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর মুগদা হাসপাতালে তিনি মারা যান।
মিনা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তরের (৪৪তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সভাপতি ড. নুরুল করিম বলেন, বৃহস্পতিবার পেটের ব্যথা নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল মারুফ। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর করোনা পরীক্ষা করা হলে শুক্রবার (২২ জানুয়ারি) তার করোনা পজেটিভ আসে। এর একদিন পর শনিবার রাতেই তার মৃত্যু হয়।
মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে তিনি।