করোনায় দুই ভাইকে হারালেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

বিপদ ছাড়ছেই না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে। চার মাসের ব্যবধানে করোনায় ভয়াল থাবায় দুই ভাইকে হারিয়েছেন প্রবাসীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া এই সচিব।

চলতি বছরের ৭ জানুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ড. আহমেদ মুনিরুছ সালেহীনের বড় ভাই শামছুল সালেহীন পিন্টু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মরহুম শামছুল সালেহীনের ছেলে সারোয়ার আহমেদ সালেহীন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক।

এদিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ড. আহমেদ মুনিরুছ সালেহীনের আরেক বড় ভাই আহমেদ রাইছুছ সালেহীনও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীনের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী ইমরান আহমদ।

দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ ড. আহমেদ মুনিরুছ সালেহীনের পরিবার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই সচিবে গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন ১৯৬৫ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাঁখচূড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা এ বি মুসলেহ উদ্দিন আহমেদ ও মা হাজেরা খাতুনের নয় সন্তানের মধ্যে ছোট ছেলে তিনি।