করোনায় নোয়াখালীতে প্রাণ হারালো আরও একজন, আক্রান্ত ৬

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। এসময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭ হাজার ৮০৮ জন। আক্রান্তের হার শতকরা ৩ দশমিক ৬৬ শতাংশ।

রোববার (৯ মে) জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ৩১৭টি নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে ১৬৪টি ফলাফলে ৬ জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৮০৮ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ৮৫১ জন রোগী।