করোনায় পাকিস্তান এ মৃত্যু ৪০০০ ছাড়ালো

পাকিস্তানে করোনা

বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তান এ ও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড ১৯)। এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তান এ গত ২৪ ঘণ্টায় আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো।

শনিবার এক বিবৃতিতে পাক স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৫ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজার ৯০৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে আরো ৩ হাজার ১৩৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ৭২৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানে এখন পর্যন্ত মোট ১২ লাখ ১৪ হাজার ১৪০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩৩ জনের।

বিবৃতিতে আরো জানানো হয়, সিন্ধুতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৩১৮ জন। পাঞ্জাবে আক্রান্ত ৭২ হাজার ৮৮০ জন। খাইবার-পাখতুনখোয়ায় আক্রান্ত ২৪ হাজার ৯৪৩ জন, ইসলামাবাদে আক্রান্ত ১২ হাজার ২০৬ জন। বেলুচিস্তানে আক্রান্ত ১০ হাজার ১১৬ জন, গিলগিত বেলতিস্তানে আক্রান্ত এক হাজার ৪১৭ জন।