অনলাইন ডেস্ক: করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে তিন হাজার ৯৭৭ জন। এসময়ে শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪১ হাজার ৬৩ জন।
শুক্রবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দুইশ। শনাক্ত কমেছে প্রায় এক লাখ ৩০ হাজার।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত সারা বিশ্বে মারা গেছে ৬১ লাখ ৬৬ হাজার ৪১৬ জন। সংক্রমিত হয়েছে ৪৮ কোটি ৮১ লাখ ৯০ হাজার ১৩৭ জন।
২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি তিন লাখ ২০ হাজার ৬৭৫ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে মারা গেছে ৩৭৫ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন। মারা গেছে ১৬ হাজার ২৩০ জন।
দৈনিক মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪২৬ জন। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪৯৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশে এখন পর্যন্ত মারা গেছে ১০ লাখ ৭ হাজার ৩০৭। মোট আক্রান্ত হয়েছে আট কোটি ১৭ লাখ ৭৯ হাজার ২৬১ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিকে থেকে তৃতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ১১৬ জন, আর মারা গেছে ৫২ জন।
ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ২৫ হাজার ৫৫৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ২১ হাজার ২১১ জন।