
দিব্যার মা বলেন, ‘৬ দিন ধরে দিব্যার গায়ে জ্বর রয়েছে। ওর শরীরে তীব্র অস্বস্তি ছিল। আমি দিল্লি থেকে চলে আসি আর বাড়িতে একটা অক্সিমিটার নিই। ওর অক্সিজেনের মাত্রা মাপতে শুরু করি, সেটা ৭১-এ নেমে যায়। ওকে ভেন্টিলেটরে রাখা হয়। এখন ওর অক্সিজেনের মাত্রা আসে ৮৪। ওর অবস্থা আশঙ্কাজনক। রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়েছে।’
দিব্যার ভাই আজ (সোমবার) সকালে জানান, ২৬ নভেম্বর অভিনেত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতি আরও খারাপ হলে কয়েক দিন আগেই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত দুটোয় ভেন্টিলেশন দিতে হয়। তবে সব চেষ্টা ব্যর্থ, শেষ রক্ষা হলো না। অকালেই চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনটায় চিকিৎসকেরা জানান দিব্যা আর নেই।
‘হাই, আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে ভালোবাসি।’ সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় এমন আবেদন জানিয়েছিলেন ভারতের জনপ্রিয় টিভি তারকা দিব্যা ভাটনাগর। সেদিন তাঁর পোস্ট করা ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় রয়েছেন দিব্যা। তবে তাঁর মুখে হাসি লেগে রয়েছে। সেই ছবির মতো তিনি এখন শুধুই ছবি হয়ে গেলেন। করোনার সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন এ তরুণ অভিনেত্রী। চলে গেছেন না–ফেরার দেশে। গতকাল দিবাগত রাতে ৩৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
দিব্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। দিব্যার সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘যখন কারও কাছে কেউ থাকত না, তখন তুই তো থাকতি। দিবু, তুই তো আমার আপন ছিলি, যাকে আমি বকতে পারতাম, যার ওপর রাগ করতে পারতাম, মনের কথা বলতে পারতাম। তবে আমি জানি, আজ তুই আরও ভালো জায়গায় আছিস, যেখানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিছু নেই। তোকে খুব মিস করব।’ ‘সিলসিলা পেয়ার কা’তে দিব্যার সহকর্মী শিল্পা শিরোদকর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মনটা একেবারে ভেঙে গেল। আমার প্রিয় দিব্যা, শান্তিতে ঘুমাও।’