
গত ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ধীরে টালমাটাল হতে শুরু করে গোটাবিশ্ব। কোন কোন দেশে সংক্রমণ রোধে আশার আলো দেখা গেলেও কমেনি মহামারি এই ভাইরাসের তাণ্ডব। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিসংখ্যান পর্যালোচনা বিষয়ক প্রতিষ্ঠান ওয়াল্ডোমিটারের তথ্য, এবার করোনায় মৃতের সংখ্যার হিসাবে ইতালিকে টপকে চার নম্বরে উঠে এসেছে মেক্সিকো। মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত তথ্যে দেখা যায়, মেক্সিকো ‘তে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৪৩৫ জন আর মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৯১ জনের। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।
মৃত্যুর সংখ্যা বিবেচনায় ৫ম অবস্থানে আছে ইতালি, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৬১ আর মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ২৩০। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণের প্রথম লাগাম ছোটে ইতালিতেই। তবে বর্তমানে দেশটির নেয়া নিরাপত্তামূলক নানা পদক্ষেপে কিছুটা নিয়ন্ত্রিত করোনার সংক্রমণ।
মেক্সিকোয় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়লেও সেখানকার প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের দাবি, তার দেশে মহামারির তীব্রতা অনেকটাই কমে এসেছে। বরং, আক্রান্তের সংখ্যা দেখিয়ে মানুষকে উদ্বিগ্ন করায় কথিত ‘সংরক্ষণশীল মিডিয়া’কে দায়ী করেছেন তিনি।
এছাড়া, মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠা উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গ্যাটেলের পক্ষেও সাফাই গেয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট।
তবে মেক্সিকোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী সলোমন চার্তোরিভস্কি বলেছেন, মহামারি নিয়ন্ত্রণে আসার আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর আগেই অর্থনৈতিক কার্যক্রম চালু করে দিয়েছে মেক্সিকোর বর্তমান সরকার। তার মতে, দেশটিতে করোনার লাগাম টেনে ধরতে হলে আবারও লকডাউনের প্রয়োজন হতে পারে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জনে।
এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন আর মরা গেছেন ৭২ হাজার ৯২১ জন।
মৃত্যুর হিসাবে তৃতীয় স্থানে যুক্তরাজ্য। সেখানে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮৩০ জনের আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৩৩।
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬০১ জনের আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার। গেল ছয় মাসের লাগাতার চেষ্টাতে বারবার আশার আলো দেখা গেলেও এই ভাইরাস নিয়ন্ত্রণের কোন টিকা আবিষ্কার হয়নি।