
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিক খোকনের নমুনা পরীক্ষার রিপোর্টটি দুপুর সাড়ে তিনটার দিকে আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়েছে। সকালে নিয়ম অনুযায়ী তার মরদেহে জীবাণুনাশক স্প্রে করা হয়। পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়।
তিনি আরও জানান, সাংবাদিক খোকনের স্ত্রী, ছেলে ও মেয়েকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আমাদের হাসপাতালের চিকিৎসকরা তার পরিবারকে মোবাইলে চিকিৎসা সেবা দিচ্ছেন।
ঢাকার উত্তরার ওই বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ছিলেন খোকন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার করোনা আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন। খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।