করোনায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ২৮২ জনের প্রাণহানি

করোনা মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ২ হাজার ২৮২ জন, যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৫০৯ জন। এর আগে গত ৩ মার্চ মারা যান ২ হাজার ৩৩৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ২০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৫০১ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৭২ হাজার ৩২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৭২ লাখ ২০ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৫৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।