করোনায় সংক্রমিত সাংসদ জোয়াহেরুল ইসলাম

জোয়াহেরুল ইসলাম

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে ছাত্র কল্যাণ পরিষদের জেলা শাখার আহবায়ক মনির সিকদার নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান জানান, গত ১৪ জুলাই সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। বৃহস্পতিবার (১৬ জুলাই) তার দেহে করোনা ভাইরাস আছে বলে জনা যায়।

তিনি শারিরীকভাবে অসুস্থ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে।

সাংসদের পারিবারিক একটি সূত্র জানায়, গত কয়েক দিন আগে সাংসদের জ্বর ও কাশি ছিল। এ কারণে তিনি গত মঙ্গলবার নমুনা দিয়েছিলেন।

ডা. আজিজুর রহমান আরও জানান, সাংসদের শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাংসদের ভাই সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার জানান, কয়েক দিন ধরে ঠান্ডা কাশি ও জ্বরে ভুগছিলেন সাংসদ। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার নমুনা দেওয়া হয়েছিল।