করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড চট্টগ্রামে

করোনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১০৮ জনের মৃত্যু হলো চট্টগ্রামে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭১ জনের। ১ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষায় ১৭১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় জানায়, গত বছর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর এটাই একদিনের সর্বোচ্চ মৃত্যু।

চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু ১১ জনের মধ্যে ৮ জন নগরীর বিভিন্ন থানা ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গ্রামের চেয়ে শহরে মৃত্যুর হার বেশি। শহরে ৮০ শতাংশ। আর গ্রামে ২০ শতাংশ। উপজেলার মধ্যে হাটহাজারীতে বেশি। আর নগরে কোতোয়ালি এলাকায় বেশি।