নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রথম করোনা আক্রান্ত এক নারী স্বাস্থ্যকর্মী সুস্থ হওয়ার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা। করোনামুক্ত হওয়া ওই স্বাস্থ্যকর্মীর নাম আয়শা (৪৫)।
শনিবার (০২ মে) বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এসময় তাকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি তার হাতে পুষ্টিকর খাবারও তুলে দেন সহকর্মীরা।
এ ব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, এপ্রিলের ১৬ তারিখে আয়শা’র করোনা পজিটিভ আসায় তাকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়৷ এর ১৪ দিনের মধ্যে গত দু’দিন আগে আরও দু’বার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তার করোনা নেগেটিভ আসে। তাই তাকে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তিনি বলেন, আয়শা আমাদের একজন স্বাস্থ্যকর্মী। তিনি সুস্থ হওয়ার পর তার পরিবারের সাথে পরামর্শ করি কীভাবে তাকে বাড়িতে রাখা যায়। পরে আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দেই। আপাতত তিনি তার পরিবারের সঙ্গে থাকবেন এবং তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সবসময় নজর রাখা হবে।