
করোনার খেলা এবার টিম ‘কাব্বাডি কাব্বাডি’- র সঙ্গে। করোনায় আক্রান্ত হলেন ‘কাব্বাডি কাব্বাডি’ সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
‘কাব্বাডি কাব্বাডি’ ফুল টিম নিয়ে বোলপুরে শ্যুটিং করছিলেন তিনি। এরই মধ্যে মিলো করোনার খবর। ফোন পাওয়া যায়নি কৌশিকে। তবে অভিনেত্রী সোহিনী সরকার অবশ্য বলেন, “আমি এখন ঠিক আছি। জ্বর নেই। নিভৃতবাসে আছি। আমার বাড়িতে মা আছে তাই রণজয়ের বাড়িতে আছি। আমি ২১তারিখে কলকাতায় ফিরেছি। করোনার জন্য ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। মাত্র ১০ শতাংশ ছবির কাজ বাকি থেকে গেল।”
এদিকে কাবাডি দলের আর এক অভিনেতা ঋত্বিক চক্রবর্তী স্বাদ হারিয়েছিলেন। এখন যদিও তিনি স্বাদ গন্ধ ফিরে পেয়েছেন। শোনা যাচ্ছে তার করোনার ফলাফল জানা যাবে আজ।