করোনা আক্রান্ত জনপ্রিয় দুই অভিনয় শিল্পী

অভিনয় শিল্পী আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া কোভিড-১৯ এর শিকার হলেন।এই দুই শিল্পীই ব্যস্ত ছিলেন ভিন্ন ভিন্ন শুটিং স্পটে ওয়েবসিরিজের জন্যে। তাদের কোভিড আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন শুটিং সংশ্লিষ্টরা। ফলাফাল হাতে আসা মাত্র তারা শুটিং স্থগিত করার অনুরোধ করেন। এবং দুইটি ওয়েবসিরিজের শুটিং-ই আপাতত বন্ধ।

বুধবার হঠাৎ করেই আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এবং কোভিড-১৯ এর পরীক্ষা করেন। শনিবার তার ফলাফলে জানা যায় তিনি আক্রান্ত। আরিফিন শুভ ব্লেন,একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।’

একই ভাবে একটি ওটিটি প্লাটফর্মের ওয়েবসিরিজের শুটিং-য়ে থাকা অবস্থায় নুসরাত ফারিয়া কোভিড-টেস্ট করে ‘পজেটিভ’ রেজাল্ট পান। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। শরীরিক কোনো জটিলতা নেই।

অচিরেই ক্যামেরার সামনে তারা ফিরতে পারবেন বলে আশাবাদী গোটা ইউনিট।