করোনা আক্রান্ত ফরিদা পারভীন হাসপাতালে

গত ৮ এপ্রিল করোনা পজিটিভ হওয়ার পর থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাসেবা নিচ্ছিলেন “লালনের রানী” ফরিদা পারভীন। কিন্তু হঠাৎ-ই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১২ এপ্রিল) দুপুরে তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে গায়িকার ছেলে ইমাম জাফর নোমানী বলেন, ‘আম্মা এই কয়েকদিন বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু, সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে৷ ফলে ডাক্তারের পরামর্শে খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷’

হাসপাতাল পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের এখানে তিনি কেবিনে চিকিৎসাসেবা নিচ্ছেন। তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। তার কিডনির অবস্থা খুব একটা ভালো না। এটা নিয়ে আমরা চিন্তিত। ফুসফুসের সিটি স্ক্যান রিপোর্ট দেখেছি, ৫০ ভাগ সংক্রমিত। এ ছাড়া থাইরয়েড, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে তার। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। আমরা আরও পরীক্ষা–নিরীক্ষা করে তার সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার আন্তরিক চেষ্টা করছি।’