করোনা আক্রান্ত মৌলভীবাজার-৪ আসনের এমপি আব্দুস শহীদ

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

তার একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাইদ হায়দার জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল (সোমবার) রাতে। আজ তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ঠাণ্ডা-জ্বর আছে, তবে কোনো শ্বাসকষ্ট নেই।

এর আগে গত ২৭ মে আহাদ মো. সাঈদ হায়দারের নমুনা পরীক্ষায়ও করোনাভাইরাস পজেটিভ আসে। তিনি জানান, তার পরপর তিনটি রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ। আজ তৃতীয় রিপোর্ট হাতে পেয়েছেন।