করোনা আক্রান্ত রাণী রাসমণি’র দিতিপ্রিয়া

ভারতে প্রতিদিনই করোনার নতুন রেকর্ড হচ্ছে। ক্রমেই বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের হার। এ বিপর্যয় থেকে রেহায় পায়নি তারকারাও। বলিউড ও টালিউডের অনেক অভিনেতাই এখন পর্যন্ত করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এবার সেই তালিকায় যোগ হলো ভারতীয় চ্যানেল জি বাংলার মেগা ধারাবাহিক ‘রাণী রাসমণি’র ‘রানিমা’ দিতিপ্রিয়া রায় করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) টেলিপাড়ায় এমনই খবর ছড়িয়েছে।

কিন্তু এইনিয়ে এখনো মুখ খুলেনি জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। খবরটি নিশ্চিত করতে কল করা হয়েছিল দিতিপ্রিয়াকে কিন্তু তিনি ফোন ধরেননি।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক পত্রিকা বলছে, অভিনেত্রী একা নন; তার পরিবারের সবাই অসুস্থ। এবং এই অসুস্থতার সূত্রপাত দিতিপ্রিয়ার বাবার থেকেই। তিনি উপসর্গহীন হওয়ায় প্রথমে কেউ বুঝতে পারেননি। যখন ধরা পড়ে ততদিনে তিনি করোনা আক্রান্ত। বাবার থেকেই আক্রান্ত হন দিতিপ্রিয়ার মা।

আপাতত শুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই রয়েছেন দিতিপ্রিয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাবতীয় নিয়ম মেনে চলছেন। দ্রুত সুস্থতা এবং শুটিং ফ্লোরে ফিরে যাওয়াই ‘রানিমার’ একমাত্র লক্ষ্য।