বিশেষ প্রতিবেদকঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৯ জুন) নির্মল রঞ্জন গুহ বলেন, গত দুই-তিন দিন ধরে জ্বর অনুভব করছিলাম। এরপর করোনা ভাইরাস পরীক্ষা করতে নমুনা দেই। বৃহস্পতিবার রাতে রিপোর্ট পেলাম। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তবে এখন আমি বড় ধরনের সমস্যা অনুভব করছি না। বাসায়ই আছি। আমি সবার কাছে দোয়া চাই যাতে দ্রুত ভালো হয়ে উঠতে পারি।


