করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে কবরী

বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ংকর হয়ে উঠছে। এবার করোনা আক্রান্ত অভিনেত্রী সারাহ বেগম কবরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেয়া হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, ‘ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। আপাতত আর কোনো আপডেট নেই। এখানকার ডাক্তার ব্রিফিং করলে পরে আপডেট দিতে পারবো।’

৫ এপ্রিল শারীরিক জটিলতা এবং করোনা পজিটিভ আসায় দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না থাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে এ অভিনেত্রীকে।