করোনা: চট্টগ্রামে রোগী সংখ্যা ৫০ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এসময় শনাক্ত হয়েছে এরো ৭৪ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৩ জনে।

রোববার (৯ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রামে গ্রামের চেয়ে আক্রান্ত ও মৃত্যুর হার শহরে বেশি। মৃত্যুর এ পর্যন্ত মৃত্যু ৫৬১ জনের। আর আক্রান্ত ৫১ হাজারের বেশি। আক্রান্তের হার বেশি ৩১ থেকে ৪১ বছর বয়সী।