করোনা চিকিৎসায় স্বেচ্ছাসেবী হিসেবে হটলাইনে যুক্ত ৩৮০৭ জন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসা ব্যবস্থাপনা ও হাসপাতাল সংক্রমণরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে ৩ হাজার ৬২৫ জন চিকিৎসক ও ১ হাজার ৩১৪ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত তথ্য ও চিকিৎসাসেবা দিতে ১৩ এপ্রিল সকাল আটটা পর্যন্ত হটলাইনে যুক্ত হয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন ৩ হাজার ৮০৭ জন চিকিৎসক।
বুধবার (১৫ এপ্রিল ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জনগণকে সন্দেহজনক কোভিড-১৯ সংক্রমণের বিষয় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ অথবা ৩৩৩, আইইডিসিআর এর হটলাইন সমূহ (০১৯৪৪৩৩৩২২২,০১৬৫৫) এবং স্থানীয় হাসপাতাল সমূহে কল করে অবহিত করতে অনুরোধ জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এর হট লাইনের ১০৬৫৬ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে কল এসেছে ৩ হাজার ৮৬টি, স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে কল এসেছে ৫৬ হাজার ১৬৩টি। এছাড়া ৩৩৩ নম্বরে কল এসেছে ৪৩ হাজার ৫৮৮ টিসহ মোট কল এসেছে ১ লাখ দুই হাজার ৮৩৭টি।
বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১ জন। বর্তমানে আইসোলেশন রয়েছেন ৪৩৩ জন। হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৪২ জন। অদ্যাবধি হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৩৮৯ জন।
বিজ্ঞতিতে বলা হয়, সারাদেশে সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪৮ জনের নমুনা। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭৪০ জনের। অদ্যাবধি মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬৮ জনের।
এর আগে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩১ জন। নতুন করে সুস্থ হয়েছে ৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।