করোনা টিকার প্রথম ডোজ নিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। স্পিকার রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণ শেষে স্পিকার বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলেরই এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।’