করোনা টিকার প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত

করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারির পর থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দিতে বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে। এর মাধ্যমে আমরা প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করব। বিশেষ কর্মসূচি শেষে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম আরও জোরদার করা হবে।

টিকা না নেওয়া ব্যক্তিদের শিগগিরই টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, টিকা নেওয়া মানুষের মধ্যে মৃত্যুর হার ও হাসপাতালে ভর্তির হার কম। তাই আমরা সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

গত মাসে সরকার ১১ কোটি ৯২ লাখ বা মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা সংশোধন করে। এই লক্ষ্যমাত্র আগে ছিল ৮০ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ১০ কোটি ৬ লাখ মানুষ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত ২৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৭২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে।