করোনা: ঢাকা বিভাগেই ১৩৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধিকাংশ মৃত্যু ঢাকা বিভাগে হচ্ছে। বৈশ্বিক মহামারীতে এখন পর্যন্ত দেশে ১৬৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৩৭ জনই ঢাকা বিভাগের।

কোভিড-১৯ নিয়ে নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট সাত হাজার ১০৩ জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় আরও আটজন নিয়ে দেশে মোট ১৬৩ জন করোনায় মারা গেছেন বলেও তিনি জানান।

মৃত্যুর তথ্য বিশ্লেষণে নাসিমা সুলতানা বলেন, আমাদের বেশিরভাগ মৃত্যু ঢাকা বিভাগে। করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে যত মানুষ মারা গেছেন, তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। এমনকি বুধবার যে আটজন মারা গেছেন, তাদের মধ্যে ছয়জনও ঢাকার বলে তিনি জানিয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানানো হয়। এরপর প্রায় এক মাস পর্যন্ত দৈনিক শনাক্ত এক অঙ্কের ঘরে ছিল। ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা দুই অঙ্কে পৌঁছায় গত ৫ এপ্রিল। সেদিন ১৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। আর ২৪ ঘণ্টায় ১০০ এর বেশি শনাক্তের প্রথম ঘটনা ঘটে গত ৯ এপ্রিল। এরপর দুদিন শনাক্তের সংখ্যা ১০০ এর নিচে ছিল। তবে ১২ এপ্রিল থেকে প্রতিদিন শনাক্তের সংখ্যা তিন অঙ্কের ঘরে।

২৪ এপ্রিল ৫০৩ জনের সংক্রমণ শনাক্তের কথা বলা হয়েছিল। এর পরদিন সেটা কমে ৩০৯ হয়েছিল।