দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। গতকালের থেকে আজ মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৩ জনের। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫২ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৭৪৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।
আজ করোনায় মারা যাওয়া তিনজন ঢাকা বিভাগের। বাকি তিনজন ময়মনসিংহ বিভাগের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।