
বিশেষ প্রতিবেদকঃ করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাজ্য। শনিবার ( ২৮ মার্চ) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী (ফরেন ও কমনওয়েলথ বিষয়ক) লর্ড তারিক আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড তারিক আহমেদ টুইটার বার্তায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, টেলিফোন আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের খোঁজ-খবর নেন। এছাড়াও ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স চালর্সের বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শনিবার একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে বরিস জনসনের রোগ মুক্তি প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।